শুদ্ধ হতে জানি
আমায় এভাবে কাঁদালি মনুয়া বেদনা কি একা মোর ?
আমার পিঠেতে প্রহার বেদনা হৃদয়ে সে দাগ তোর ।
তোর নবকালে চিনিয়েছিলাম ভালোবাসবার দিশা
দুখে আর সুখে তাই তোর এতো ভালোবাসবার নেশা,
চায় না যে মন বিরহ বেদনা চায় যে স্বপ্নভোর ।
তোর দেয়া ব্যথা তাও ভালো লাগে মেটাতে বুকের গ্লানি
পাষাণ গলিয়া শুভ্রতা পায় অবুঝ পরাণখানি,
ব্যথাতে হাসব সুখেতে কাঁদব, তোরই সাথে পাগলামি
আমি সয়ে যাব তুইও সইবি, ব্যথাতুর তুই-আমি
তাই অহোনিশে বেদনার বিষে শুদ্ধ হতে যে জানি ।
Powered by Facebook Comments