১। নিচের কোনটি অপিনিহিতি উদাহরণ?
সঠিক উত্তরঃ বাক্য>বাইক্য
২। ‘অর্ক’ শব্দটির অর্থ কি?
সঠিক উত্তরঃ সূর্য্য
৩। ‘ঊজানের কৈ’ বাগধারাটির অর্থ কি?
সঠিক উত্তরঃ সহজলভ্য
৪।’সাম্পান’ কোন ভাষা হতে আগত শব্দ?
সঠিক উত্তরঃ জাপানী
৫। নিচের কোন বানানটি সঠিক-
সঠিক উত্তরঃ পরিষ্কার
৬। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
সঠিক উত্তরঃ পদ্মগোখরো
৭। “ছোট ছোট ডাল কেটে ফেল” এই বাক্যে ‘ছোট ছোট ‘ কি অর্থে বুঝানো হয়েছে?
সঠিক উত্তরঃ আধিক্য বুঝাতে
৮। বাংলা ভাষায় শব্দের আগে বসে কোনটি?
সঠিক উত্তরঃ উপসর্গ
৯।’বসন্ত কুমারী’ নাটকটির রচয়িতা কে?
সঠিক উত্তরঃ মীর মোশারফ হোসেন
১০। ‘গায়ে হলুদ’ কোন সমাসের উদাহরন?
সঠিক উত্তরঃ বহুব্রীহি
১১। ‘মাছের মা’ বাগধারাটির অর্থ কি?
সঠিক উত্তরঃ নির্মম
১২। ‘প্রতীক্ষা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী?
সঠিক উত্তরঃ প্রতি+ঈক্ষা
১৩। ‘চঞ্চল’ এর বিপরীত শব্দ কী?
সঠিক উত্তরঃ অবিচল
১৪। এককথায় প্রকাশ করুন ‘যার চক্ষু লজ্জা নেই’-
সঠিক উত্তরঃ চশমখোর
১৫। স্বভাবতই ‘ষ’ হয় এমন একটি শব্দের উদাহরন কোনটি?
সঠিক উত্তরঃ মানুষ
Powered by Facebook Comments