রাসেল মাহবুব
একই দিনে জন্ম নেয়া ৫ জমজ ভাই-বোন একই দিনে স্কুলে ভর্তি হয়ে সামিল হয় বই উৎসবে। গোপালগঞ্জ সদরের বনগ্রামে জমজ ৫ ভাই-বোন হীরা, মনি, মুক্তা, মালা ও মানিক বাবা-মায়ের সাথে এসে স্কুলে ভর্তি হয়েছে।
গত সোমবার গোপালগঞ্জ সদরের ৮১ নং করপাড়া মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা ভর্তি হয়। অত্রস্কুলে ৫ জমজ ভাই-বোনের স্কুলে আসার খবরে ভীড় করে উৎসুক জনতা। ৫ জমজ ভাই-বোনকে দিয়ে বছরের ১ম দিনেই বই উৎসবের উদ্বোধন করা হয়, যা তাদের ও উৎসুক জনতার আনন্দের মাত্রা বাড়িয়ে দেয় অনেকখানি।
২০১২ সালে খুলনা মেডিকেল কলেজে জন্ম নেয়া এই ৫ জমজ সন্তানদের একই সাথে স্কুলে ভর্তি করাতে পেরে খুশি মা-বাবাও। তারা সন্তানদের জন্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সেই সাথে শিক্ষকগনও ৫ জমজের ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখার ও তাদের উজ্জল ভবিষ্যৎ আশাবাদ করেছেন।
Powered by Facebook Comments