একের ভেতরে দুই তারেই আমি ছুঁই
ধবল জ্যোৎস্নার ভূঁই ক্যামেলিয়া জুঁই
একের ভেতর দুই!
ভবের মালা তুমি গলায় দিলাম আমি
ভালোবাসার ভূমি স্বর্গ নরক চুমি
দুইয়ের ভেতর নামি!
জগত আছে ঝুলে ভুল প্রেয়সী ফুলে
খোপায় বাঁধা চুলে লালচে জবা দোলে
তোমার আমার মূলে!
কোথায় ছিলে আগে মনে খটকা লাগে
চন্দ্র সূর্যি যোগে আমার খোদা জাগে
দুই পৃথিবীর ভাগে!
জীয়ন শিল্প জানা ফুল পূজারী হেনা
খুঁজো সুনীল-মদিনা কবি মনের সাধনা
আমি সৃষ্টির বন্দনা!
একের ভেতর দুই আমি ঈশ্বর বুকে শুই
আমি কবিতার ভূ্ঁই ইশকে যাঁরে ছুঁই
ওগো ফুল বাগিচার জুঁই
আমি একের ভেতর দুই!
পরাণে বাজে বীণ বাড়ছে তোমার ঋন
রাতের পরে দিন মানুষ সুন্দরে হও লীন।
Powered by Facebook Comments