এসএএও নিয়োগ প্রস্তুতি – পর্ব -০৮
প্রিয় ডিঃ কৃষিবিদ নিয়োগ প্রত্যাশীগন আপনাদের প্রতি রইল শুভকামনা। আপনাদের কাংক্ষিত লক্ষ্য পূরণ করে সাফল্যের শীর্ষে আরোহণ করেন চাষাবাদ ডট কম সেই আশাবাদ করে।
আপনার অভিষ্ঠ লক্ষ্য পূরনে এবারের পর্বে ‘মৎস্য চাষ ব্যবস্থাপনা‘ হতে চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি তৈরি করেছেন ডিঃকৃষিবিদ জোবায়ের কায়সার (উপসহকারী কৃষি কর্মকর্তা)এবং আমি রাসেল মাহবুব(উপসহকারী কৃষি কর্মকর্তা)। আমাদের চাষাবাদ ডট কম এর সাথেই থাকুন( www.chashabad.com )।
১। যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না -তাদের কে কি বলা হয়?
ক)উথপাদক খ) খাদক
গ) পাচনকারী ঘ)জুপ্লাংকটন
ঙ) কোনটিই নয়।
২। পাচনকারীদের অবস্থান পুকুরের কোন স্থানে থাকে?
ক)পুকুরপাড়ে খ) পুকুরের পানিতে
গ) পুকুরের তলদেশের কাদায় ঘ)পুকুরের মধ্যস্তরে
ঙ) সব’কটি।
৩। একটি হাঁসের জন্য কত বর্গ ফুট। জায়গা দরকার?
ক) ৪ বর্গ ফুট খ) ৫ বর্গ ফুট
গ) ৮ বর্গ ফুট ঘ) ১ বর্গ ফুট
ঙ) কোনটিই নয়।
৪। এ্যাকুরিয়ামের পানির তাপমাত্রা কত থাকা প্রয়োজন?
ক) ৪২-৫০ ডিগ্রি সেঃ খ) ৫২-৬০ ডিগ্রি সেঃ
গ) ৬২-৭০ ডিগ্রি সেঃ ঘ) ৭২-৮০ ডিগ্রি সেঃ
ঙ) কোনটিই নয়।
৫।মাছের প্রজননের উপযুক্ত তাপমাত্রা কত?
ক) ২০-২২ ডিগ্রি সেঃ খ) ২২-২৫ ডিগ্রি সেঃ
গ) ২৫-২৮ ডিগ্রি সেঃ ঘ) ২৮-৩১ ডিগ্রি সেঃ
ঙ) কোনটিই নয়।
৬। বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের নাম কি?
ক) জীবন রকেট খ) শক্তি আলো গ) জীবন প্রভাত ঘ)জীবন তরী ঙ)কোনটিই নয়।
৭। উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি?
ক) 17 টি খ) 18টি. গ) 8টি
ঘ) 9 টি ঙ) কোনটিই নয়।
৮। মাছ চাষের পুকুরে কোন সময়ে অক্সিজেন সবচেয়ে কম থাকে?
ক) সকালে খ) বিকালে
গ) দুপুরে ঘ) রাতে ঙ)সব সময়।
৯। কত পিএইচ এর মাটি মাছ চাষের জন্য ভালো?
ক) ৮.৫-৯ খ) ৬.৫-৭.৫
গ) ৭.৫-৮ ঘ) ৫.৫-৬.৫
ঙ) কোনটিই নয়।
১০। সেক্কি ডিস্কের রঙ কেমন?
ক) সাদা কালো খ) লাল সবুজ
গ) সাদা সবুজ ঘ) হলুদ লাল
ঙ) কোনটিই নয়।
১১। কোন পুকুরে ধানী পোনা ছেড়ে চারা পোনা করা হয়?
ক)নার্সারি পুকুর খ) মাঝারি পুকুর
গ) চারা পোনা পুকুর ঘ) মজুদ পুকুর
ঙ) কোনটিই নয়।
১২। নিচের কোনটি উৎপাদক?
ক) জুপ্লাংকটন খ) ব্যাকটেরিয়া
গ) মাছ ঘ) ফাইটোপ্লাংকটন
ঙ)কোনটিই নয়।
১৩। ক্লোরোফিল বহনকারী জীব উপাদান কোনটি?
ক) পচনকারী খ) ব্যাকটেরিয়া
গ) উৎপাদক ঘ) জুপ্লাংকটন
ঙ)কোনটিই নয়।
১৪। কোন মাছ উদ্ভিদ প্লাংকটনভোজী?
ক) কমন কার্প খ) মৃগেল
গ) রুই ঘ)সিলভার কার্প
ঙ)সব’কটি ।
১৫। এ্যাকুরিয়ামের মাছের ফুলকা পচা রোগ হলে কোন ঔষধ ব্যবহার করা হয়?
ক)ম্যালাকাইট গ্রীন খ) ফরমালিন
গ) লবণ ঘ) কপার সালফেট
ঙ)কোনটিই নয়।
১৬। প্রজননক্ষম পুরুষ মাছের কোন পাখা অমসৃন থাকে?
ক) লেজ পাখনা খ) পৃষ্ট পাখনা
গ) বক্ষ পাখনা ঘ) পায়ু পাখনা
ঙ) সব’কটি।
১৭। আধুনিক আই কিউ এফ মেশিনে মাছ হিমায়িত করার জন্য কত ডিঃ সেঃ তাপমাত্রার প্রয়োজন?
ক) ২৫-৩০ ডিঃ নিম্ন তাপমাত্রা সেঃ
খ) ৩০-৫০ ডিঃ নিম্ন তাপমাত্রা সেঃ
গ)(-৪০ডিঃ)-(-৪৫ডিঃ)সেঃ তাপমাত্রা
ঘ)৭০-৮০ডিঃ নিম্ন তাপমাত্রা সেঃ
ঙ) কোনটিই নয়।
১৮। বেহুন্দী জালের ফাঁস কত?
ক) ৬০ সেঃমিঃ খ) ৪৫ সেঃমিঃ
গ) ৩০ সেঃমিঃ ঘ) ৯০ সেঃমিঃ
ঙ) কোনটিই নয়।
১৯। রাজপুঁটি মাছের প্রিয় খাবার কোনটি?
ক) জলজ উদ্ভিদ খ)পচা গোবর
গ) মুরগির বিষ্ঠা ঘ) ক্ষুদেপানা
ঙ) সব’কটি।
২০। ইলিশ মাছে প্রজননের ভরা মৌসুম কখন?
ক)জুন-জুলাই খ)জুলাই-আগস্ট
গ)সেপ্টেম্বর-অক্টোবর। ঘ)ডিসেম্বর-জানুয়ারী
ঙ) কোনটিই নয়।
আজকের(০৮ পর্ব) সমাধান দেয়া হবে আগামী পর্বে।।
নিয়োগ প্রস্তুতি – পর্ব ০৭ -(কৃষি বিভাগ) এর সমাধান –
২১।ঘ) গর্ভাশয় ২২।গ) লালশাক
২৩।ঘ) ইথিলিন ২৪।খ) শ্বসন প্রক্রিয়ায়
২৫।গ)ক্ষতস্থান শুকানো ২৬।ক) বিপ্লব
২৭।গ) এপ্রিল। ২৮।খ)পামড়ি পোকা
২৯।খ)৩০-৩৫দিন ৩০।ঘ)১৫০-১৭০সেঃমিঃ
৩১। খ) হালকা লম্বা দা ৩২। (ক) মে
৩৩।(ক) এপ্রিল। ৩৪।ক)আগস্ট
৩৫।(ক) তামাক। ৩৬।খ) দোআঁশ
৩৭।ক) মিথেন গ্যাস। ৩৮।খ)শিকড় ছিড়ে যায় না
৩৯।ক) ক্যালসিয়াম। ৪০।খ) মোলাসেস।
[বিঃদ্রঃ- প্রয়োজনে লাইক,শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন।]
Powered by Facebook Comments