প্রিয় ডিঃ কৃষিবিদ নিয়োগ প্রত্যাশীগন আপনাদের প্রতি রইল শুভকামনা। আপনাদের কাংক্ষিত লক্ষ্য পূরণ করে সাফল্যের শীর্ষে আরোহণ করেন চাষাবাদ ডট কম সেই আশাবাদ ব্যক্ত করে। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে, আমাদের চাষাবাদ ডট কম নিয়োগ প্রস্তুতিতে সহায়ক হিসেবে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে। এবারও চূড়ান্ত সাজেশন নিয়ে এখন থেকে নিয়মিত আপনাদের পাশে থাকবে।
আপনার অভিষ্ঠ লক্ষ্য পূরনে এবারের চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি তৈরি করেছেন ডিঃকৃষিবিদ জোবায়ের কায়সার (উপসহকারী কৃষি কর্মকর্তা)এবং সার্বিক সহযোগীতায় ডিঃকৃষিবিদ রাসেল মাহবুব [বিএজিএড](উপসহকারী কৃষি কর্মকর্তা)। আমাদের চাষাবাদ ডট কম এর সাথেই থাকুন( www.chashabad.com )।
নিয়োগ প্রস্তুতি – পর্ব -০৬
[এর উত্তর/সমাধান পাওয়া যাবে আগামী পর্বে]
১। ভূট্টার প্রধান আমিষ কোনটি?
ক)লিথিয়াম খ)ফ্লোরিন
গ)টিপসিন ঘ)জেইন
ঙ)কোনটিই নয়।
২। বীজ শুকানোর যন্ত্রে বাতাসে উত্তাপ করার জন্য কী ব্যবহার হয়?
ক)হিটার খ)ব্লোয়ার
গ)ড্রায়ার ঘ)গ্রেডার।
ঙ) সব ক’টি।
৩।ডালের এমাইনো এসিডে কীসের অভাবে জৈবিক মান কম হয়?
ক) লৌহ খ) ক্যালশিয়াম
গ) ফসফরাস ঘ)সালফর।
ঙ) সব ক’টি।
৪।কোন ধরনের মাটিতে রসুন চাষের উপয়োগী?
ক)অধিক অম্লমাটি খ)অল্প অম্লমাটি
গ) অধিক ক্ষার মাটি ঘ)অল্প ক্ষার মাটি।
ঙ)কোনটিই নয়।
৫।চারা রোপনের কত দিন পর পেয়াজ সংগ্রহের উপয়োগী হয়?
ক)৬০-৯০ খ)৯০ -১০০
গ)১২০ -১২৫। ঘ)১২৫ -১৩৫
ঙ)কোনটিই নয়।
৬।সারাবছর ধরে কোন মরিচের চাষাবাদ করা হয়?
ক)সিটিন খ)হালদা
গ)সূর্যমুখী ঘ)বিন্দু
ঙ)কোনটিই নয়।
৭)কাটিং এর মাধ্যমে বংশবিস্তার করে কোনটি?
ক) রঙ্গন খ)আপেল
গ)গোলাপ ঘ)পেয়ারা
ঙ) সব ক’টি।
৮। ক্লাইমেকটরিক ফল কোরটি?
ক) পেপে খ) আম
গ) পেয়রা ঘ)সবকয়টি ঙ)কোনটিই না।
৯। উচ্চ কেন্দ্র ট্রেনিং করা হয় কোন গাছের?
ক)মেহগনি খ)বাবলা
গ)ঝিকা ঘ)মান্দার
ঙ)কোনটি না।
১০। বীরুৎ জাতীয় গাছ কোনটি?
ক) বেগুন খ) মরিচ
গ) বকফুল ঘ)ঝিঙ্গা
ঙ) সব ক’টি।
১১। মূল জাতীয় সবজি কোনটি?
ক)শালগম খ)কলমিশাক
গ) আলু ঘ) রবরটি
ঙ)কোনটি না।
১২। সালাদ জাতীয় সবজী কোনটি?
ক) আলু বোখারা খ) তরমুজ
গ) লেটুস ঘ) মরিচ
ঙ)কোনটি না।
১৩। কোনটি বেগুনের জাত?
ক) মুক্তকেশি খ) মানিক
গ) রতন ঘ) যমুনা
ঙ) সব ক’টি।
১৪। ছত্রাক নিবারক হিসাবে এস ও পি পি বেশি কার্যকর কোন ফলে?
ক) আপেল খ) লেবু
গ) আম ঘ) কলা
ঙ) কোনটিই নয়।
১৫। পতঙ্গের শুঙ্গ কয়টি?
ক) দুটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
ঙ) কোনটিই না।
১৬। কৃষির মূল উৎপত্তি কোথা থেকে?
ক) মাটি খ) বায়ু
গ) পানি ঘ)প্রকৃতি
ঙ) সব ক’টি।
১৭। ঘাসফড়িং এর শুঙ্গ কী ধরনের?
ক) সিরেট খ) সিটসিয়াম
গ) জেনিকুলেট ঘ)ফিলিফর্ম
ঙ) কোনটিই না।
১৮। পতঙ্গের কতটি পা থাকে?
ক) ২টি খ) ৬টি
গ)৮টি ঘ)৪টি
ঙ) কোনটিই না।
১৯। কীটপতঙ্গের ক্রমবর্ধন ও বংশ বৃদ্ধি প্রধানত কিসের ওপর নির্ভর করে?
ক) খাদ্য খ) তাপমাত্রা
গ) পানি ঘ)আদ্রর্তা
ঙ) সব ক’টি।
২০। বাচ্চা পোকার খাদ্যের প্রাচুযের্র সাথে পোকার ডিম পাড়ার সম্পর্ক কেমন?
ক) কম খ) বেশি
গ) অত্যধিক ঘ)মোটামোটি
ঙ) সম্পর্ক নেই।
নিয়োগ প্রস্তুতি পর্ব -৫ এর উত্তর-
৫৬।C)একাত্তরের দিনগুলি
৫৭।B)গীতাঞ্জলী
৫৮।B)কায়মুন্নেসা
৫৯।C)ভাব-সম্প্রসারণ
৬০।B)পুনরাবৃত্তি
৬১। C)মায়ানমার
৬২।B)শেখ মজিবুর রহমান
৬৩।B)টিভি উপস্থাপক হিসেবে
৬৪।B) ১০ নভেম্বার
৬৫।C)Management Information System
৬৬।D)কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট
৬৭।D)নাফ
৬৮।B) তাজ উদ্দিন আহমদ
[আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন]
Powered by Facebook Comments