প্রিয় ডিঃ কৃষিবিদ নিয়োগ প্রত্যাশীগন আপনাদের প্রতি রইল শুভকামনা। আপনাদের কাংক্ষিত লক্ষ্য পূরণ করে সাফল্যের শীর্ষে আরোহণ করেন চাষাবাদ ডট কম সেই আশাবাদ করে।
আপনার অভিষ্ঠ লক্ষ্য পূরনে এবারের পর্বে চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি তৈরি করেছেন ডিঃকৃষিবিদ জোবায়ের কায়সার(উপসহকারী কৃষি কর্মকর্তা) এবং আমি রাসেল মাহবুব(উপসহকারী কৃষি কর্মকর্তা)। আমাদের চাষাবাদ ডট কম এর সাথেই থাকুন( www.chashabad.com )।
এসএএও নিয়োগ প্রস্তুতি – পর্ব -১১
১। ফোরোমোন কী?
ক)পোকার দেহ থেকে নির্গত রাসায়নিক আকর্ষক পদার্থ
খ) পোকার দেহ থেকে নির্গত রাসায়নিক বিকর্ষক পদার্থ
গ)পোকার শারীরিক বৃদ্ধি ব্যাহতকারক রাসানিক পদার্থ
ঘ)পোকার বন্ধ্যাকারক পদার্থ
ঙ)কোনটিই নয়।
২। কোনটি উদ্ভিদজাত খাদ্য নিরোধক?
ক)শেওড়া পাতার নির্যাস খ)বাবলা পাতার নির্যাস
গ)ধুতুরার নির্যাস ঘ)নিমের নির্যাস
ঙ)কোনটিই নয়।
৩। মাটির নিচের পোকা নিয়ন্ত্রণের জন্য কোন পরিচর্যা পদ্ধতি কার্যকর?
ক)প্রতিরোধী জাতের ব্যবহার খ)সার ব্যবস্থাপনা
গ)ভূমি কর্ষ ঘ)ফাঁদ ফসল
ঙ)কোনটিই নয়।
৪। গাছের ছাঁটাই করার মাধ্যমে নিচের কোন পোকাটি দমন করা যায়?
ক)তুলার বোলওয়ার্ম খ)আমের হপার পোকা
গ)আখের উঁই পোকা ঘ) লেবুর পাতার মাইনার
ঙ)কোনটিই নয়।
৫। কোনটি পরজীবী পোকা?
ক)লেডিবার্ড বিটল খ)লাক্ষাপোকা
গ) ট্যাকাইনিড মাছি ঘ)স্টেফাইলীনড বিটল
ঙ)কোনটিই নয়।
৬। কোন কীটনাশকটি ফসলের কৃমি দমনের জন্য ব্যবহ্রত হয়?
ক)মিগসিন খ)ফরাডান
গ) এজোড্রিন ঘ)নুভাক্রুন
ঙ)কোনটিই নয়।
৭। বাংলাদেশে গুদামজাত শস্যের ক্ষতিকারক পোকামাকড় দ্বারা বছরে কী পরিমাণ শস্য নষ্ট হয়?
ক)১২-১৩% খ)২০-২৫%
গ)প্রায় ৮০-৯০% ঘ)শতকরা ১০০ভাগ
ঙ)কোনটিই নয়।
৮। আম গাছের বৃদ্ধির জন্য অনুকূল তাপমাত্রা কত?
ক)১০ ডিগ্রী সে. খ)২০ ডিগ্রী সে.
গ)২৫ ডিগ্রী সে. ঘ)৩০ ডিগ্রী সে.
ঙ)কোনটিই নয়।
৯। কলাতে কোন পুষ্টি উপাদান বেশি থাকে?
ক) প্রোটিন খ) চর্বি
গ)খনিজ পদার্থ ঘ)শ্বেতসার
ঙ) কোনটিই নয়।
১০। ফল সংরক্ষণে ব্যয় বহুল ও জটিল পদ্ধতি কোনটি?
ক)হিমাগার পদ্ধিতি
খ)ডিপফ্রিজ
গ)নিয়ন্ত্রিত আবহাওয়ামন্ডল পদ্ধতি
ঘ) হাইপোবেরিক পদ্ধতি
ঙ) কোনটিই নয়।
১১। কীটপতঙ্গ দ্বারা প্রতি বছর আমাদের ফসলের শতকরা কতভাগ ক্ষতি হয়?
ক)প্রায় ৫-৭ভাগ খ)প্রায় ১০-১৫ভাগ
গ)প্রায় ২০-২৫ ভাগ ঘ)প্রায় ৩০-৩৫ভাগ
ঙ)কোনটিই নয়।
১২। পতঙ্গ দেহের কোন অংশের সাথে ডানা যুক্ত থাকে?
ক) প্রথম ও মধ্যম বক্ষে
খ)মধ্যম ও পশ্চাৎ বক্ষে
গ) পশ্চাৎ ও প্রথম বক্ষে
ঘ) শুধু মধ্যম বক্ষে
ঙ) কোনটিই নয়।
১৩। কোন ফসলটি সংরক্ষণ যোগ্যতা সবচেয়ে কম?
ক)আলু খ)মূলা
গ)লালশাক ঘ)কাঁচাকলা
ঙ)কোনটিই নয়।
১৪। ভূ্-পৃষ্ট থেকে কতোফুট গভীরতা পর্যন্ত বৈজ্ঞানিক দৃষ্টিতে মাটি বলে পরিচিত?
ক)৬০ সে.ম খ)১২০ সে.মি
গ)১৮০ সে.মি ঘ)২৪০সে.মি
ঙ)কোনটিই নয়।
১৫। নিরপেক্ষ মাটির পি.এইচ মাত্রা কত?
ক)৪.৫-৫.৫ খ)৫.৫-৬.৫
গ)৬.৬-৭.৩ ঘ)৭.৪-৮.৪
ঙ)কোনটিই নয়।
১৬। মসুর বীজ সারিতে বুনলে সারির দূরত্ব কত হবে ?
ক) 20 সে মি খ) 25 সে মি
গ) 30 সে মি ঘ) 35 সে মি
ঙ)কোনটিই নয়।
১৭।নিচের কোনটি সরিষার সবচেয়ে স্বল্প মেয়াদি জাত ?
ক) টরী-৭ খ) দৌলত
গ) সোনালী ঘ) বারি-১৫
ঙ)সব’কটি।
১৮। আলতা-পেটি কিসের জাত?
ক)বেগুনের খ)গাজরের
গ)লালশাক ঘ) ডাটা
ঙ)কোনটিই নয়।
১৯। কোন পোকা সরিষার জন্য মারাত্মক ?
ক) জাব পোকা খ) স- ফ্লাই
গ) প্রজাপতি ঘ) বিছা পোকা
ঙ)সব’কটি।
২০। ব্লাস্ট কত প্রকার?
ক) ২ ধরনের খ)৩ ধরনের
গ)৪ ধরনের ঘ)৫ ধরনের
ঙ)কোনটিই নয়।
আজকের(১১পর্ব) সমাধান দেয়া হবে আগামী পর্বে।।
নিয়োগ প্রস্তুতি – পর্ব ১০-(কৃষি বিভাগ- কৃষি যান্ত্রিকীকরণ) এর সমাধান –
১। গ) সৈারশক্তি
২। ক) ঘূর্ণায়মান
৩। গ) এদিক ওদিক
৪। খ) ক্রাউন থেকে সবচেয়ে দূরে
৫। গ) ৩০-৩৫%
৬। ক) গুনাগুন উন্নত করা
৭। ঘ) ঘন্টায় ১৫ কি.মি. বা তার কম
৮। গ)জ্বালানী ও বাতাস উপর্যুক্ত অনুপাতে মিশ্রিত করা
৯। খ) রিপার
১০। গ)চোংগাকৃতি
১১। ঘ) গ্যাস ও বাষ্প বেরিয়ে যাওয়ার জন্য
১২। খ) জমি চাষ।
১৩। খ) 0.81-0.85
১৪। 49 ‘ সে
১৫। গ) ৫
১৬। গ) যান্ত্রিক শক্তির উৎস
১৭। ক) শীর্ষ
১৮। খ) স্পাইক
১৯। খ) সেউতি
২০। ক)রোপন শলাকা
২১। গ) ডাস্টার দিয়ে
২২। গ)মোলবোর্ড লাঙ্গল
২৩। ঘ)৯-১১সেঃমিঃ
২৪। খ)পা চালিত(ফূট পাম্প) স্প্রেয়ার
২৫। ক)ঘন্টায় ৪০কেজি
২৬। একটি আধুনিক শস্য সংরক্ষণ পাত্র
২৭। খ)শুষ্ককরন প্রকোষ্ঠ
২৮। গ)ফসল মাড়াই-ঝাড়াই ও বস্তাবন্দী যন্ত্র
২৯। ঘ) স্টোরেজ ব্যাটারি বা ম্যাগনেটো
৩০। খ) ৫-৭অশ্ব শক্তি।
[বিঃদ্রঃ- প্রয়োজনে লাইক,শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন।]
Powered by Facebook Comments