কিশোরগঞ্জের কটিয়াদী এর চরপুক্ষিয়ায় পরিবর্তন সামাজিক সংগঠনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে পরিবর্তন একটি সামাজিক সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি সমিরুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা ও উপসহকারী কৃষি অফিসার মাহবুবুর রহমান রাসেল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর উপ-সচিব ডঃ গোলাম মোস্তফা।
বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম মজনু, অব. শিক্ষক আপ্তাব উদ্দিন, ব্যবসায়ী বিল্লাল হোসেন মিলন, পরিবতন একটি সামাজিক সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল হাদী শাহিন, সহ সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান রিফাত প্রমুখ।এছাড়াও সদস্যদের মাঝে উপস্থিত ছিল ইহসান জাকির, তারেক, রাফি, সাদেক, লতিফ, রিফাত, সজীব, মাশরাফি সহ অন্যান্যরা।
![]()
এ সময় পরিবর্তন একটি সামাজিক সংগঠন শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র পুরুষ ও মহিলাদের চাদর ও বাচ্চাদের জন্যে সোয়েটার বিতরণ করেন।
Powered by Facebook Comments