আলমারিরা কিয়াম করে
টেবিলগুলা রুকু
পাটিরা যায় সেজদাতে সব
দেখছে খোকাখুকু।
সূর্যমামা তওয়াফ করে
পাখিরা সব জিকির
সবাই করে নিত্য দ্যাখো
নিজের ভালোর ফিকির।
ঢেউয়ের তসবি টিপে টিপে
দরুদ পড়ে নদী
গন্ধে ফুলের অজিফা ফের
চলছে নিরবধি।
আমার তবু নামাজগুলা
কাজাই পড়ে থাকে
মনের মিনার ধইরা বেলাল
যদিও আজান হাঁকে।
Powered by Facebook Comments