আমার বাংলাদেশ
পদ্মা মেঘনা যমুনার জল ধোয়া মাটি
সবুজ গাছে সবুজ ঘাসে সাজানোযে পরিপাটি
এখানে নদী সর্পিল গতিতে হয়ে যায় নিরুদ্দেশ
এইতো আমার চির সবুজ সোনার বাংলাদেশ।
ধান পাট গম ভুট্টার ভুঁয়ে মায়া দোলে
সবুজ পাতায় অবুঝ বাতাস রোদ-ছায়া ঢেউ তোলে
এখানে সুদূর মাঠ জুড়ে গাঁথা সুষমার সন্নিবেশ
এইতো আমার রূপের আধার রূপসী বাংলাদেশ
কাক কবুতর মোরগ ডাকা ভোর বেলাতে
আলোক হাসে আলোক ভাসে প্রজাপতি রং মেলাতে
এখানে পাখির কিচির মিচির শোনা যায় অনিমেষ
এইতো আমার আকুল করা প্রাণের বাংলাদেশ
জারি সারি ভাটিয়ালি ভাওয়াইয়া গানে
মনের কথা মনের ব্যথা বাজে বাঁশি ও তারের তানে
এখানে বাউল উদাস চোখে তাকায় নির্নিমেষ
এইতো আমার সুরেলা মধুর গানের বাংলাদেশ
আম জাম লিচু কাঁঠাল বনের ছায়াতে
নরম পাতায় নরম বাতাস গলাগলি পরম মায়াতে
এখানে পথিক পথের বাঁকে খুঁজে মায়াবি আবেশ
এইতো আমার চির মায়াময় মায়াবী বাংলাদেশ।
Powered by Facebook Comments