নিজস্ব প্রতিবেদক (রাসেল মাহবুব, কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জে অসময়ে আকস্মিক বৃষ্টিতে রবি ফসল, বোরো বীজতলা ও আমন ধানের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। গত তিন দিন যাবত এক টানা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়ে আজ থেকে কিছু কমতে শুরু করেছে।
কটিয়াদী উপজেলার চরপুক্ষিয়া গ্রামের কৃষক মোঃ কালু মিয়া জানান, তার ১১ বিঘা আমন ধানের জমির মধ্যে ৬ বিঘা জমির ধান কাটা (জমিতে বিছানো) অবস্থায় বৃষ্টিতে জমে থাকা পানির নিচে।
পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা গ্রামের কৃষক মোঃ আলম বলেন, তার ৩ একর আলু জমি বৃষ্টির কারনে পানি জমে আছে। এতে ব্যাপক ক্ষতির আশংকায় আছেন তিনি।
জেলার করিমগঞ্জ উপজেলার রমিজ মিয়া, বলেন তার বোরো বীজতলা তলিয়ে গেছে। এছাড়াও টানা বৃষ্টির কারনে শীতকালীন বিভিন্ন সবজি কপি, লাউ, শিম সহ মসলা জাতীয় মরিচ, পেঁয়াজ, রসুন, ডাল-তেল জাতীয় ফসল সরিষা-মসুর এবং দানা শস্য গম ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ।
এ ব্যাপারে কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর বলেন, “অসময়ের বৃষ্টিপাতে আমন ও রবি ফসলের কিছু ক্ষতি সাধন হলেও কৃষি বিভাগ ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে পরামর্শ প্রদান করে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করবেন”।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হক মিঠু বলেন, “আমরা প্রত্যেকেই যুক্তিযুক্ত পরামর্শ দিয়ে কৃষকের সুখে-দুঃখে পাশে আছি”।
Powered by Facebook Comments