১. চাষবাস
সম্বল কিছু নেই
ভালোবাসা ছাড়া
বুক চষে বুনে দেব
বাসিস না যারা…
২. হায়গো পিরিত
কাঁঠালের আঠাও ফস্কেরে ভাই
কলিকালের তালে
তেলের পিরিত পিছলায় হুদাই
বাবলাকাটার ডালে।
৩. ভাসান হাসি
হাইসা হাইসা ভাইসা গেলে
লসতো নাই
আয়গো সই ভালোবাসায়
ভাইসা যাই।
৪. অপরাধ কোথায়?
একবার আয়নাতে
নিজেরে দেখো
একবার নিজ বুকের
বামে হাত রেখো।
৫. এই বেশ ভালো আছি
খেলারাম খেলে যা
দেখারাম দেখে যা
দুখুরাম সয়ে যা
মরে মরে বেঁচে যা
হাহ হাহ হা।
Powered by Facebook Comments