কৃষকই দেশের ‘ রিয়েল হিরো’। জনগনের প্রধান মৌলিক চাহিদা পূরণে অবদান রাখেন তারা। আমরা কৃষকদের কান্না-হাসি, দুঃখ-সুখের সহযাত্রী হতে চাই।
দেশের সভ্যতা-সংস্কৃতির ধারক এই কৃষির উৎকর্ষতা সাধন আজ সময়ের দাবি। নিত্যনতুন প্রযুক্তি ও কৃষি উপকরণসমূহ যথাযথ ও যুক্তিসংগত ব্যবহারই এনে দিবে মাটি ও মানুষের কল্যাণ। কৃষি ও কৃষি রিলেটেড সকলের জন্য জলবায়ু পরিবর্তনসহ নানাবিধ সমস্যা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই কৃষিতে প্রয়োজন পারস্পরিক অভিজ্ঞতা শেয়ারিং। শেয়ারের নির্দিষ্ট মুখপত্র।
কৃষিকে আরো শক্তিশালী শিল্পে পরিণত করতে তরুনদের অংশগ্রহণ প্রয়োজন। তরুন উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে হবে কৃষির মূলধারার সাথে। কৃষকের কৃষি ঋণ পৌঁছে দিতে হবে কৃষকের হাতে। দাদনপ্রথাসহ মহাজনদের সকল দালালি বন্ধ করতে হবে।
শতকরা ৮০ ভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিতে নির্ভরশীল হলেও দেশে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে কৃষি পরিবার।
কৃষকের নেই কোন শক্ত সংগঠন, নিজের মতামত প্রকাশের কোন মুখপত্র। কৃষি ও কৃষকের প্রকৃত দরদিয়ার বড্ড অভাব।
কৃষির সাথে সরাসরি সম্পৃক্ত জনগোষ্ঠীর চাহিদা মাথায় রেখে তাদের সমস্যা-সম্ভাবনা, সুখ-দুঃখ প্রকাশের স্বতন্ত্র অনলাইন মুখপত্র হিসেবে আমাদের আত্মপ্রকাশ। আমরা তুলে ধরতে চাই কৃষির সম্ভাবনা আর খুলে বলতে চাই কৃষি উন্নয়নের অন্তরায়।
কৃষি জীবন ধারণের মূল। কৃষি শুধু মানুষের দৈহিক খোরাক যোগায় না, নৈতিক এবং আধ্যাত্মিক খোরাকও যোগায়।
অহর্নিশি কৃষি বিপ্লবের স্বপ্নকে সামনে রেখে এগিয়ে চলছে একঝাঁক তরুন।
স্বপ্নকে বাস্তবায়নের হাতিয়ার হিসেবে কাজ করবে চাষাবাদ ডটকম।
Powered by Facebook Comments