চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর সস্ত্রীক কভিড-১৯ আক্রান্ত। কৃষি বায়োস্কোপওয়ালা খ্যাত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তার আশুরোগ মুক্তিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ কৃষক ও কৃষি বায়োস্কোপের ভক্ত অনুরক্তরা দোয়া কামনা করছেন।
করোনা আক্রান্ত হওয়ার পর কৃষিবিদ তালহা জুবায়ের মাসরুর তাঁর ফেসবুল ওয়ালে যে পোস্ট শেয়ার করেন তা হুবহু চাষাবাদ ডটকম’র পাঠকদের জন্য তুলে ধরা হলো, ‘
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা দুজনেই করোনা পজিটিভ- আজ সন্ধ্যায় রিপোর্ট পেলাম।বাড়িতেই চিকিৎসা চলছে। হোম কোয়ারেন্টিনে আছি। আমাদের ছেলে জাবির আরহাম আল্লাহর রহমতে ভাল আছে। কিন্তু তাকে আমাদের থেকে দূরে রাখা অসম্ভব প্রায়।অফিসিয়াল কাজগুলো অনলাইনে চলবে।করোনাকে সাধারণ ফ্লু ও জ্বর যারা ভাবছেন তারা ভুলের মধ্যে আছেন। করোনা থেকে সর্বোচ্চ নিরাপদে থাকার চেষ্টা করুন।করোনা চলে গেছে ভেবে রিলাক্স মুডে ঘুরে বেড়ানো বাদ দিয়ে অধিক সচেতন ও সতর্ক হোন। মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদেরকে দ্রুত সুস্থতা দান করুন।আমিন……’
চাষাবাদ ডটকম পরিবারের পক্ষ থেকে কৃষি বিভাগের এই প্রমিনেন্ট কর্মকর্তা ও তাঁর পরিবারের আশুরোগ মুক্তি কামনা করা হয়।
Powered by Facebook Comments