মাননীয় কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি’র সাথে ডিপ্লোমা কৃষিবিদ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ আহবায়ক কমিটি কর্তৃক ১০ম গ্রেডে ২য় শ্রেনীর গেজেটেড কর্মকর্তার প্রজ্ঞাপন জারীর জন্য আবেদন পত্র দাখিল করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ’র ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির পানি, সেচ বিদ্যুৎ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রাশেদ খান, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ’র সহসভাপতি ফিরোজ আকতার, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ’র আহবায়ক গোলাম সরোয়ার, সদস্য সচিব মোঃ মিন্টু খান।
কৃষি মন্ত্রী এসময় ডিপ্লোমা কৃষিবিদ নেতৃবৃন্দের খোজ খবর নেন এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের সম্মানিত করতে হবে বলে উল্লেখ করেন। তিনি গেজেটেড প্রজ্ঞাপন বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপিকে সকল ডিপ্লোমা কৃষিবিদদের পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
-প্রেস বিজ্ঞপ্তি।
Powered by Facebook Comments