রাসেল মাহবুবঃ
নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় আজ মঙ্গলবার “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ০৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা – ২০১৮ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হয়।
এ উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। অন্যদের মাঝে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) মোঃ শফিউল ইসলাম,উপজেলা সমবায় অফিসার তপন কুমার দাস, ভারপ্রাপ্ত মৎস অফিসার মজিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ রউফ, নির্বাচন অফিসার জিল্লুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম সহ বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
অতিথিবৃন্দের মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা অংশগ্রণ করেন। এতে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ শফিকুল ইসলাম। অতিথিবৃন্দের আলোচনার পাশাপাশি সংক্ষেপে আরোও আলোচনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, শাহেন শাহ, জোবায়ের কায়সার, শহীদ উল্লাহ,মামুনুর রশিদ প্রমখু। আলোচকগন ফল গাছ লাগিয়ে পুষ্টি ঘাটতি কমানোর উপর জোড় দেন।আলোচনা শেষে অতিথিবৃন্দ ১০টি স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে ফলের চারা বিতরন করেন।
মেলা ১৮ই সেপ্টেম্বার শুরু হয়ে ২০ সেপ্টেম্বার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হবে।
Powered by Facebook Comments