৪৮ বার স্বেচ্ছায় রক্তদান করায় আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে মনি চৌঃ কে সংবর্ধনা প্রদান করা হয়।
গত ৩১ আগষ্ট সিলেট জেলা শাখার আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে দেওয়া এই সংবর্ধনায় মনি চৌঃ বলেন, রক্ত দিলে জীবন বাঁচে তাই সেই ১৯৯১ সালে কলেজ লাইফ থেকেই রক্ত দিয়ে আসছি, আজ আপনারা আমাকে যে সম্মান দিলেন তার বদলা আমি বাকি সারা জীবন স্বেচ্ছায় রক্তদান করবো, আর মানুষকে আপনাদের মত স্বেচ্ছায় রক্তদান করতে উৎসাহ দিবো, আমরা সকলের প্রচেষ্টায় বাংলাদেশের সকল রোগিদের রক্তের চাহিদা পুরণ করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আলো পরিবার যে নিরলস ভাবে কাজ করছেন আমি দেখছি, সিলেটসহ সারা দেশের সুশীল সমাজ দেখছে, আলোই পারে সমাজের বঞ্চিত ও অসহায় রোগিদের অধিকার ফিরিয়ে দিতে, বঞ্চিত ও অসহায় রোগিদের জন্য আলো’র মত সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি সব সময় আলোর সাথে সব কর্মসূচীতে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন আলো কেন্দ্রিয় কমিটি ও সিলেট জেলা শাখার দায়িত্বশীল বৃন্দ।
-প্রেস বিজ্ঞ।
Powered by Facebook Comments