গাড়ি চাঁপায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় কর্মরত উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এস. এম. কুদ্দুসুর রহমানের (৫০) মৃত্যু হয়। তিনি একই উপজেলার খাসেরচর লাঙ্গলিয়া গ্রামের কেরামত আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কের কিটিংচর এলাকায় এ ঘটনা ঘটে। চাঁপা দেওয়া গাড়িটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলা কৃষি অফিসার মো. টিপু সুলতান স্বপন জানান, সকাল ৯টায় কুদ্দুসুর রহমান অফিসে এসে মাঠ পরিদর্শনে উপজেলার জামির্ত্তা ইউনিয়নে যান। সেখান থেকে মটরসাইকেল যোগে অফিসে ফেরার পথে সিঙ্গাইর হেমায়েতপুর সড়কের কিটিংচর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে একজন সিএনজি চালক গুরুতর আহত অবস্থায় কুদ্দুসুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রেখে যায়। এসময় স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। কৃষিবিদ কুদ্দুসুর রহমানের এক বছর পর অবসরে যাওয়ার কথা ছিল।
এদিকে সড়ক দুর্ঘটনায় কৃষি অফিসার কুদ্দুসুর রহমানের নিহতের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার মো. যোবায়ের তালুকদার ও উপজেলা কৃষি অফিসার মো. টিপু সুলতান, উপজেলা প্রশাসনের অনেক কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী, স্বজন ও পরিবারের লোকজন।
তাঁর লাশ দেখে অনেকেই কান্নায় ভেঙ্গে পরেন। সহকর্মী ও স্বজনদের আহাজারীতে ভারী হয়ে উঠে হাসপাতালের পরিবেশ। কেউ কেউ তাঁদের স্বান্তনা দেওয়ার চেষ্টা করেন।
নিহতের ভাতিজা অ্যাডভোকেট শেখ মেহদি হাসান জানান, অজ্ঞাত একটি গাড়ি চাচা কুদ্দুসুর রহমানকে চাঁপা দিয়ে পালিয়ে গেছে। এখনো গাড়িটির পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়ায় না গিয়ে প্রশাসনের সম্মতি নিয়ে চাচার লাশ বাড়িতে আনা হয়েছে।
সিঙ্গাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Powered by Facebook Comments