পরির্তনের আশায় মানবতায় সেবায় প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে চরপুয়িা গ্রামে ‘পরিবর্তন’ সামাজিক সংগঠনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৮ জন ডাক্তারে মাধ্যমে চরপুক্ষিয়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিরতিহীন ভাবে ক্যাম্পিং চলে।
সংগঠনের সভাপতি সমিরুল ইসলাম সাইফুলের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও নাট্যকার রফিকুল ইসলাম মজনু, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক (অব.) শামসুল ইসলাম, চরপুয়িা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ( অব.) শিক্ষক আফতাব উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সংগঠনের উপদেষ্টা রাসেল মাহবুব, উপদেষ্টা আব্দুল্লাহ আল হাদি, উপদেষ্টা বিল্লাল হোসেন বিএসসি, উপদেষ্টা বিল্লাল হোসেন মিলন, বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান জীবন,
সংগঠনের সাধারণ সম্পাদক রিফাত হাসান, সহ- সভাপতি আতিকুল ইসলাম সোহাগ, কোষাধ্য মোস্তাফিজুর রহমান সাব্বির, সদস্য তারেক, জাকির,রাফি, সজল, ফাহাদ, জাকির হোসেন, লতিফ, সাদেক, পাভেল সহ অন্যান্যরা । সহযোগীতা করে শারমিন ডায়াগনস্টিক সেন্টার-কটিয়াদী।
উক্ত মেডিকেল ক্যাম্পিং এ এলাকার গরীব অসহায়-দুস্থ রোগী সহ গর্ভবতী মা,শিশু ও অন্যান্য সকল ধরনের ৩৫০এরও অধিক রোগী সেবা গ্রহণ করে।
Powered by Facebook Comments