শাহ পারভেজঃ
“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এই শ্লোগান নিয়ে উদ্বোধন হলো তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৮।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব অলিউর রহমান চৌধুরী বকুল চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ছাতক ও সভাপতির আসন অলংকৃত করেন জনাব আবেদা আফসারী, উপজেলা নির্বাহী অফিসার, ছাতক, সুনামগঞ্জ । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার,পরিসংখ্যান অফিসার সহ প্রমূখ । স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব কে এম বদরুল হক, উপজেলা কৃষি অফিসার, ছাতক। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন জনাব মো: আব্দুল হামিদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, ছাতক ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলায় উপস্থিত ১২৫জন ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে থাই জাতের পেয়ারার চারা এবং আরো ৫টি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ১০ টি করে ফলের চারা বিতরন করা হয়।মেলা চলবে ৬ হতে ৯ আগস্ট /২০১৮খ্রিঃ পযর্ন্ত।
অনিবার্য কারনে সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক উপস্থিত থাকতে পারেন নি।
Powered by Facebook Comments