ভগ্ন হৃদয়
বাবরি ভেঙে রামের পূজায়
রাম কি কভু তুষ্ট হয়?
বর্ণবাদের বাটে পইড়া
আদালতও দুষ্ট হয়।
গোষ্ঠী চেতন বড় হইলে
রায় কি তখন সুষ্ঠ* হয়?
এমুন রায়ে সমাজজুড়ে
বিভেদ আরো পুষ্ট হয়।
সেই বিভেদে মন-মননে
হিংসা ঘৃণার কুষ্ঠ হয়
মুসলমানের ভগ্ন হৃদয়
তাই তো এতে রুষ্ট হয়।
*সুষ্ঠ=সুষ্ঠু এর চলতি রূপ।
Powered by Facebook Comments