০১। নবীর আগমনে
মরুর বুকে দীর্ঘ সময় অন্ধকারের যুগ ছিল
নির্যাতনের বর্বরতায় নারীজাতি ভুগছিল।
মানুষমনে অধঃপতন মগজ ভরা পাপ ছিল,
ব্যভিচারে নিষ্পাপীরা থরথরিয়ে কাঁপছিল।
ঘুণে ধরা সমাজটাতে মূর্খ-অজ্ঞ খুব ছিল,
নৈতিকতা দূরে ঠেলে কুসংস্কারে ডুবছিল।
সাধারণের গায়ে তখন নিষ্ঠুরতার দাঁত ছিল,
পাপিষ্ঠরা জুয়াখেলার মদ্যপানে মাতছিল।
দাস ও দাসী বিক্রি হতো বাজার ভরা দাম ছিল,
মহান নবীর আগমনে সকল খারাপ থামছিল।
ধীরে ধীরে সবার মনে ন্যায় ও নীতির চাষ ছিল,
পাপের বোঝা কমে গিয়ে পবিত্রতা হাসছিল।
০২। রাসূল মুহাম্মদ
কার আদেশে পাপাচারী ছেড়ে দিল মদ,
সে যে আমার দয়াল নবী রাসূল মুহাম্মদ।
কার মশালের আলো পেয়ে দূর হয়েছে বদ,
সে যে আমার প্রাণের নবী রাসূল মুহাম্মদ।
কার জ্যোতিতে পূর্ণ ধরা ভরলো সাগর নদ,
সে যে আমার প্রেমের নবী রাসূল মুহাম্মদ।
০৩। বিশ্বনবীর আগমনে
তপ্ত তটে মরুর বুকে অন্ধকারের বাস ছিল,
নির্যাতনে নীপিড়নে অবহেলায় নাশ ছিল।
হানাহানি মারামারি মানুষ কাটা লাশ ছিল,
নারী নিয়ে ভ্রান্ত নীতি বেঁচে থাকা হ্রাস ছিল।
অবশেষে সোমবারেতে রবিউলের মাস ছিল,
বিশ্বনবীর আগমনে নূরের আলো হাসছিল।
শান্তি সুখের বাতাসগুলো মরুর বুকে আসছিল,
আলোয় আলোয় ভরে গেল আনন্দরা ভাসছিল।
০৪। রাসূল মুহাম্মাদ
কার আগমন ভেঙেছিল অন্ধকারের বাঁধ,
সে যে আমার নূরের নবী রাসূল মুহাম্মাদ।
কার ইশারায় হয়েছিল দ্বিখণ্ডিত চাঁদ,
সে যে আমার মহান নবী রাসূল মুহাম্মাদ।
কার কথাতে মুছে গেল পাপের সকল ফাঁদ,
সে যে আমার জ্ঞানের নবী রাসূল মুহাম্মাদ।
কার দাওয়াতে দূর হয়েছে মন্দ লোকের খাদ,
সে যে আমার প্রাণের নবী রাসূল মুহাম্মাদ।
কার আদেশে এক হলো সব কাঁধ মিলিয়ে কাঁধ,
সে যে আমার প্রেমের নবী রাসূল মুহাম্মাদ।
কার কারণে পেল সবাই ন্যায় ও নীতির স্বাদ,
সে যে আমার শ্রেষ্ঠ নবী রাসূল মুহাম্মাদ।
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
Powered by Facebook Comments