রোগের বিবরণঃ
যে কোন বয়সের গাছেই আগাম ধ্বসা রোগ হতে পারে। বয়স্ক গাছের পাতায় প্রথমে চাক চাক বলয়ের মতো গাঢ় বাদামী দাগ পড়ে, দাগগুলো পরে বড় হয়ে থাকে। একাধিক দাগ মিলে বড় দাগের সৃষ্টি করে। পাতা হলদে হয়ে যায় ও পরে বাদামী হয়ে ঝরে পড়ে।
সমন্বিত ব্যবস্থাপনাঃ
১. যেখানে এ রোগ নিয়মিত ও বেশি হয় সেখানে রোপন সময় পরিবর্তন করে সম্ভব হলে শুষ্ক মৌসুমে ঐসব ফসল চাষ করা হয়।
২. রোগমুক্ত গাছ থেকে সংগৃহীত বা রোগমুক্ত বীজ ব্যবহার করা।
৩. বীজতলা ও মূল জমিতে নিকাশ ব্যবস্থা ভাল রাখা।
৪. শস্য পর্যায় অবলম্বন করা।
৫. ফল চূড়ান্তভাবে সংগ্রহের পর পরই সব গাছ ধ্বংস করে দেয়া।
৬. পাতা বেশি সময় ধরে ভেজা থাকলে এ রোগের জীবাণু বেশি অঙ্কুরিত হওয়ার সুযোগ পায়। তাই ঝরনা সেচ না দেওয়া ভাল।
৭. ক্ষেতে রোগের উপস্থিতি ও রোগ বিস্তারের অনুকুল পরিবেশ বিরাজ করলে অবস্থার কারনে রিডোমিল গোল্ড এমজেড ৭২ ডব্লিউ পি ২ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করা।
Powered by Facebook Comments