ডিপ্লোমা কৃষিবিদ ইন্সিটিউশন বাংলাদেশ ২০১৮ এর নির্বাচন আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কেন্দ্র, অঞ্চল ও জেলা পর্যায়ের নির্বাচনের ভোট গ্রহণের পূর্ব নির্ধারিত তারিখ আজ।
ডিকেআইবি নির্বাচন কমিটি কতৃক পূর্ব নির্ধারিত কেন্দ্রে সকাল ৯.০০ টা থেকে আরম্ভ করে বিকাল ৪.০০ টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে বলে জানা যায়।
ডিকেআইবি’র এবারের নির্বাচনে ০৩ (তিন) টি প্যানেল রয়েছে। এই তিন প্যানেলের কেন্দ্র, অঞ্চল ও জেলা পর্যায়ে মনোনীত প্রার্থী রয়েছে।
তিনটি প্যানেলের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের মনোনীত কাশেম-আলফাজ-আব্বাস প্যানেল।
ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশান অব বাংলাদেশ(ডি-এ্যাব)’র মনোনীত পলাশ-জাহিদ প্যানেল।
আরো একটি প্যানেলে হচ্ছে জহির-বকুল প্যানেল রয়েছে।
Powered by Facebook Comments