শুক্রবার ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ সিলেট জেলা নির্বাহী কমিটি ও সিলেট অঞ্চল (সিলেট,হবিগঞ্জ,সুনামগঞ্জ,মৌলভীবাজার) নির্বাহী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশফাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিকেআইবি সিলেট অঞ্চল শাখার আহ্বায়ক বাবু অরুণ কান্তি রায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক কৃষিবিদ আবুল হাসেম। অনুষ্ঠানের পরিচালনা করেন ডিকেআইবি সিলেট জেলা রিটার্নিং অফিসার সৈয়দ আব্দুস সবুর।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি আশফাক আহমদ।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ কাওছার আহমদ, উপসহকারী কৃষি কর্মকর্তা,দঃ সুরমা, গীতা পাঠ করেন বিজিত কুমার আচার্য্য, উপসহকারী কৃষি কর্মকর্তা, দঃ সুরমা, স্বাগত বক্তব্য রাখেন ভুপেশ চন্দ্র দাস, রিটার্নিং অফিসার, ডিকেআইবি, সিলেট অঞ্চল,আরও বক্তব্য রাখেন মামুনুর রশিদ, সভাপতি, ডিকেআইবি সিলেট অঞ্চল, অমিত ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক, ডিকেআইবি, সিলেট অঞ্চল, ইউসুফ আলী, সভাপতি, ডিকেআইবি, সিলেট জেলা, এমরান আহমদ,সাধারন সম্পাদক, ডিকেআইবি, সিলেট জেলা, তোফায়েল আহমদ খান, সাধারন সম্পাদক, ডিকেআইবি, হবিগঞ্জ জেলা, খলিলুর রহমান চৌধুরী চাষী ভাই, সাবেক সভাপতি, ডিকেআইবি, সিলেট সদর উপজেলা শাখা সহ নেতৃবৃন্দ।
Powered by Facebook Comments