নতুন ধানের অন্ন নবান্ন। প্রচলিত এই ঐতিহ্য আজও গ্রাম বাংলায় বিদ্যমান। বাংলার ঐতিহ্যকে লালন করে দক্ষিণ সুরমার জালালপুরে আব্দুল্লাহপুর সিআইজি (ফসল) সমবায় সমিতি লিঃ এর আয়োজনে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উৎযাপন করা হয়। এ উপলক্ষে ১৮ নভেম্বর ২০১৯ খ্রি. সোমবার সকাল ১০টায় জালালপুরের বিভিন্ন গ্রাম থেকে আগত কৃষকদের উপস্থিতিতে উক্ত উৎসবে উপসহকারী কৃষি অফিসার নির্মল পালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আব্দুল্লাহপুর সিআইজি (ফসল) সমবায় সমিতির সভাপতি মো. ছোরাব আলী।
এ সময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার, উপজেলা ভাইস-চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ ফারুক আহম্মদ ও শাহিদা সুলতানা প্রমূখ।
এসময় নতুন ধানের তৈরী বিভিন্ন পিঠা-পুলি উপস্থিত সকলের মাঝে পরিবেশন করা হয়।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তারের নেতৃত্বে আমন ধানের নমুনা শস্য কর্তন করা হয়।
Powered by Facebook Comments