দিলমে ঢাকা হামকা ঢাকা
ঘুইরা আবার ঋতুর চাকা
সাকরাইনের দিনে
পুরান ঢাকা নুতুন কইরা
নিজকে নিলো চিনে।
উড়লো ঘুড়ি ছোড়াছুড়ি
তামাম ছাদে চইড়া
ঘুড়ি ঘুড়ি ভো-কাট্টাতে
বেবাক গেলো লইড়া।
গেণ্ডারিয়া লক্ষ্মীবাজার
তাঁতিবাজার হইয়া
ঝুম বরাবর খুশি গেছে
গোয়ালনগর বইয়া।
দিন জমেছে ঘুড়ির পিছে
আতশবাজি রাইতে
ড্রামের তালে দিল মজেছে
শীতের পিঠা খাইতে।
দিলমে ঢাকা হামকা ঢাকা
এই শোলোগান ছিল আঁকা
সব ঢাকাইয়ার বুকে
ঐতিহ্যের পৌষ বিদায়ে
সবতে মজে সুখে।
*পৌষের শেষদিন পুরান ঢাকায় ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব অনুষ্ঠিত হয়। এইবার উৎসবের প্রতিপাদ্য ছিল- ‘দিলমে ঢাকা হামকা ঢাকা’। তাই নিয়াই কিছু ঢাকাইয়া শব্দ সহযোগে এই ছড়া।
Powered by Facebook Comments