সনজয় কুমার দাশ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দুর্জয় হবিগঞ্জে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (ডিকেঅাইবি) হবিগঞ্জ জেলা শাখা।
“পূর্বদিগন্তে সুর্য উঠেছে রক্তলাল রক্তলাল” এর মধ্যদিয়ে দিনের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে হবিগঞ্জ জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (ডিকেঅাইবি)। এ সময় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Powered by Facebook Comments