খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখার লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মরত কৃষি সংশ্লিষ্ট ফ্রন্টলাইন যোদ্ধা নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় কর্মরত উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ নুর রহমান, কবিরহাট উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সালেহ উদ্দিন, চাটখিল উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা মারজাহান বেগম, বেগমগঞ্জ উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক কোভিড-১৯ (করোনা ভাইরাস) এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ।
করোনা মহামারি শুরুর পর থেকে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পতিত জমির সর্বোচ্চ ব্যাবহার করাসহ কৃষকের সেবায় মাঠ পর্যায়ে কাজ করে গেছেন ডিপ্লোমা কৃষিবিদগণ।
করোনা আক্রান্ত কর্মবীর এই কর্মকর্তাদের আশু রোগমুক্তির জন্য সকল সহকর্মী ও শুভাকাঙ্খীরা দোয়া কামনা করছেন।
Powered by Facebook Comments