গত ২৯শে মে ২০১৮ ইং মঙ্গলবার নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ০১নং সিরাজপুর ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কোম্পানীগঞ্জ, নোয়াখালী এর বাস্তবায়নে খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় মাঠদিবস-২০১৮ এর আয়োজন করা হয়।
উক্ত উনুষ্ঠানে সেচ পানির সুষ্ঠু ব্যবস্থাপনায় পরিমিত পানি ব্যবহারের মাধ্যমে কম খরচে ফসল উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, ০১ নং সিরাজপুর ইউপি চেয়ারম্যান নূরনবী চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের প্রাক্তন কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা কৃষি প্রকৌশলী জনাব শাওন ঘোষ, স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিমাই চাঁন দাশ এবং অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষাণ-কৃষাণী। অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা পুষ্পেন্দু বড়ুয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. তাজউদ্দিন সম্রাট।
মাঠ দিবস অনুষ্ঠানে আলোচকবৃন্দ খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং কৃষকদের মাঝে সুষ্ঠু পানি ব্যবস্থপনার গুরত্ব আলোকপাত করেন। সেই সাথে কৃষি ক্ষেত্রকে আধুনিকীকরনের মাধ্যমে কৃষিকে এগিয়ে নিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। আলোচনা শেষে উদ্ভুদ্ধ কৃষকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Powered by Facebook Comments