শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগে পিএসসি এর অধিনে কৃষি শিক্ষা সহ বিভিন্ন পদে ১০ম গ্রেডে নন-ক্যাডার পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি গত ০৯/০৯/২০১৮ তারিখে প্রকাশ করা হয়েছে। এতে কৃষি -৭২টি পদ ছাড়াও বাংলা-৩৬৫টি, ইংরেজি-১০৬টি, গনিত-২০৫টি, ভৌত বিজ্ঞান-১০টি, সামাজিক বিজ্ঞান-৮৩টি, জীববিজ্ঞান-১১৮টি, ব্যবসায়িক শিক্ষা-০৮টি, চারুকলা-৯২টি, শরীরচর্চা-৯৩টি, ভূগোল-৫৪টি, ধর্ম -১৭২টি স্থায়ী(১০ম গ্রেড) পদের বিপরীতে যোগ্য প্রার্থী গনের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। আবেদন অনলাইনে ১০/০৯/২০১৮ দুপুর ১২ঃ০০ হতে ০৮/১০/২০১৮ সন্ধ্যা ০৬ঃ০০ পর্যন্ত করা যাবে। বিস্তারিত জানতে www.bpsc.gov.bd ভিজিট করুন।।
তথ্য সংগ্রহঃ রাসেল মাহবুব
Powered by Facebook Comments