আব্দুস সামাদ
প্রত্যেক মুসলমানের উচিত প্রতি ৪০ দিনে কমপক্ষে একটি আনার বা ডালিম খাওয়া। পবিত্র কুরআন শরীফের “রুম্মান” শব্দের বাংলা পরিভাষা আনার বা ডালিম, যা অনেকবার বিভিন্ন সূরায় এসেছে।, [সূরা আল আন-আম: আয়াত ৯৯ ও ১৪১; সূরা আর রহমান: আয়াত নং ৬৮ চেক করতে পারেন]
রাসূল (সা:) বলেন, “ডালিম তোমাকে শয়তানী আকাংখা থেকে ৪০ দিন রক্ষা করবে”। অন্য এক হাদীসে উল্লেখ আছে যে, রাসূল (সা:) বলেন “এমন একটি ডালিম নেই যেটাতে জান্নাতের ডালিমের একফোঁটা রস নেই।” অর্থাৎ ডালিমে জান্নাতের একফোঁটা পানীয় রয়েছে। সুবহানাল্লাহ্ হযরত আলী (রা:) বলেন, “যে ডালিম খায় তার অন্তরের আল্লাহ থাকেন।” সুবহানাল্লাহ্! তাই রুম্মান অর্থাৎ ডালিম বা আনারের গুনের তালিকা প্রকাশে বিজ্ঞানী ও চিকিৎসাবিদরা বলেন, ডালিম বা আনার-
১. রক্ত পরিশুদ্ধ করে।
২. শরীরে সজীবতা ও উদ্দীপনা আনে।
৩. পেট পরিষ্কার করে।
৪. পরিপাক তন্ত্রের বাঁধা দূর করে।
৫. ডায়রিয়া বন্ধ করে পেট স্বাভাবিক করে।
৬. হজম ক্ষমতা বৃদ্ধি করে।
৭. পরিপাক অঙ্গ শক্তিশালী করে।
৮. নার্ভাসনেস দূর করে।
৯. কণ্ঠনালী পরিষ্কার করে।
১০. শরীরের ত্বক পরিষ্কার করে।
১১. পেটের অ্যাসিডিটি প্রতিরোধ করে।
আরও অনেক কিছু যা আল্লাহ্পাকই ভালো জানেন।
Powered by Facebook Comments