সনজয় কুমার দাশঃ গতকাল শুক্রবার বানিয়াচং হাওড় এলাকার ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে অাসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসিন ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবির।
এসময় তাঁরা বানিয়াচং হাওড় এলাকায় বোরো ফসল উৎপাদনের সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।
বাঁধ পরিদর্শনে অন্যানদের মাঝে অারো উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ অালী, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বশির অাহম্মদ সরকার, অতিরিক্ত উপ-পরিচালক মজুদার মোঃ ইলিয়াস, বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল অাজাদ, হবিগঞ্জের অন্যান্য উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দসহ বানিয়াচং উপজেলায় কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও এলাকার স্থানীয় কৃষকবৃন্দ।
Powered by Facebook Comments