আমার চলাচল
ফিরোজা মোনা
গঙ্গা তুই আমায় ভাসিয়ে নিয়ে চল
দুরে বহু দুরে অনেক দুরে কোথাও
যেথায় নেই কোনো কোলাহল,,
সমু্দ্র তুই আমায় ডুবিয়ে নে না ইপ্রিয়
তোর অতলে একাকী আমি নিভিয়ে নিবো
সকল দুঃখ সকল ব্যাথার অশ্রুজল,,
পৃথিবীর মানুষ গুলো বড্ড সার্থপর রে
ওরা লেনা দেনা ছাড়া কিচ্ছুটি বোঝেনা
একটুতেই বলে তোকে দিয়ে আর হবে না
তুই পুরাতন আমি বরং নুতনের খোজে যাই,,
নদী তুই বল চাঁদ তোকে কি দেয়, শুধুই তো
আধো মাসে জোয়ার আর আধো মাসে ভাটা
তাতেই তুই কত্ত খুশি তোর মাঝেই যে তার
বিশাল চলাচল,,
জোয়ারে তুই উপছে পড়িশ সমুদ্র প্রিয়র বুকে
প্রেমের ভরা যৌবন আসে তোর, কত ফুল
তোর ভালোবাসাকে হিংসে করে খসে পড়ে
দুকুল ভাসানো সেই জলে,,
আমি তোর সাথি হব আমাকে কি নিবি তুই
আমি ভেসে যেতে যেতে ধুয়ে মুছে নিজেকে
সপে দিবো তোর বুকে,,
না না জড়িয়ে নিতে হবে না আমায় আর
আমি কোন নিবিড় প্রেম চাইনা,,চাইনা আর
কোন লোকালয় শুধু স্বার্থ পরদের থেকে
একটু দুরে পালাতে চাই এটকু অন্যরকম
ভাবে তোর জলে আধোছায়া হয়ে বাঁচতে।।
Powered by Facebook Comments