নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে জিরাতি কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর পৌনে একটার দিকে এই ঘটনা হয়েছে।
নিহত হয়েছেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গোজাদিয়া ইউনিয়নের পালইকান্দা গ্রামের রহমত আলীর ছেলে মাসুদ মিয়া (২২)।
মাসুদ খালিয়াজুরী উপজেলা সদরের সন্নিকটে লক্ষীপুর হাওরে নিজেদের জমিতে বোরো আবাদ করেছিলেন।রবি মৌসুমের শুরু থেকেই হাওরে ছনের ঘর তৈরী করে সেখানে থেকেই আবাদের কাজ করতেন। দুপুরে দমকা হাওয়ার সাথে বৃষ্টি শুরু হলে ঘরের ভিতরেই অবস্থান নেন মাসুদ। ঘরের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই দু’টি ছাগল সহ তিনি মারা যান
Powered by Facebook Comments