মো. তাজ উদ্দিন সম্রাট
কৃষক ভাইরা ব্যস্ত এখন বোরো ধানের চাষে
খুব সকালে মাঠে ছুটে যায় শিশির পরশে।
আমনের ফসল তুলে সব গোলা ভরে শেষে
রবিতে ব্যকুল কৃষাণ সোনা ফলা এই দেশে।
পৌষ-মাঘ মাঠে মাঠে বোরো ধানের বীজ বোনা
যেন কৃষাণীর নকশি কাঁথার সুনিপুন আলপনা।
প্রান্তর জুড়ে অপরূপ রূপ সবুজের বিছানা
কাদা চুম্বুনে অবসাদ ভাঙ্গে ক্লান্ত দেহ খানা।
সব্জি-ফুল-ফল-পশু-পাখি আরও করে ধান চাষ
ব্যস্ত থাকে গ্রাম বাংলার কৃষকেরা বার মাস।
দেশের জন্য সোনার অঙ্গ কাদা জলে হয় নাস
এজাতীর চির বীর তাঁরা, সাবাস ভাই সব সাবাস।
Powered by Facebook Comments