সনজয় কুমার দাশঃ বানিয়াচং কৃষি বিভাগ কর্তৃক স্থাপিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে অাসেন প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ অালী।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা ইকবাল অাজাদ, কৃষি প্রকৌশলী কৃষিবিদ শোভন কুড়ি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাজহারুল হোসাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা ডি. কৃষিবিদ মহিবুর রহমান, ডি. কৃষিবিদ মহিউদ্দিন, ডি. কৃষিবিদ অাবু হাসেম রাফেসহ অারো অনেকে।
মনিটরিং কর্মকর্তা পানি ব্যবস্থাপনা প্রকল্পের বিভিন্ন কাযর্ক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Powered by Facebook Comments