আগামীকাল শনিবার বানিয়াচঙ্গে আসছেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসিন ও বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবির উনার সফরসঙ্গী হবেন বলে আশা করা যাচ্ছে।
বানিয়াচঙ্গের ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের বোরো ফসলের মাঠে শস্য কর্তন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরবর্তীতে বানিয়াচং কৃষি বিভাগের বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম তিনি পরিদর্শন করবেন।
উক্ত কার্যক্রমগুলোতে হবিগঞ্জের জেলা প্রশাসক, হবিগঞ্জ কৃষি বিভাগের উপ-পরিচালক, বানিয়াচঙ্গের উপজেলা নির্বাহী অফিসার, বানিয়াচঙ্গের উপজেলা কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
Powered by Facebook Comments