সনজয় কুমার দাশঃ বানিয়াচঙ্গের বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে ৭০% ভর্তুকি মুল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ বশির অাহম্মদ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা ইকবাল অাজাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডি. কৃষিবিদ মোঃ মহিউদ্দিন, ডি. কৃষিবিদ অাবু হাসেম রাফেসহ বিভিন্ন ইউনিয়ন হতে অাগত কৃষি যন্ত্রপাতি গ্রহণকারী কৃষক-কৃষাণিবৃন্দ।
সময়মতো ৭০% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি পাওয়ার মধ্য দিয়ে কৃষকেরা অানন্দে অাত্মহারা হয়ে পড়েন এবং সরকারের এরকম যুগোপযোগি সিদ্ধান্তের প্রশংসা করেন।
Powered by Facebook Comments