মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর উদ্যোগে সিলেট রেলওয়ে স্টেশনে সন্ধ্যা ৬.০০ টায় পথ শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেঃ আখতার হোসাইন খান, জেলা গভর্নর-৪ এপেঃ মোঃ শাহেদুর রহমান, সদ্য অতিত জেলা গভর্নর-৪ এপেঃ ইফতেখার মনি, জেলা সেক্রেটারি এপেঃ মোঃ নাজমুল হুদা, এপেঃ আদিল হোসেন, এপেঃ এড.শাহিনুল ইসলাম, এপেঃ লায়েক মাহমুদ, এপেঃ শাহ মোঃ লুকমান আলী, এপেঃ এ. কে. আজাদ ফাহিম, এপেঃ আশরাফ উদ্দিন, এপেঃ কাউসার, এপেঃ আলী মামুন প্রমূখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেশন ম্যানেজার খলিলুর রহমান, নিরাপত্তা বাহিনী চীফ ইন্সপেক্টর, সিরাজ উদ্দীন, জসিমউদদীন, গোলাম মোস্তাফা।
শীতবস্ত্র বিতরণ শেষে সিলেট রেলওয়ে স্টেশনের এক মিলনায়তনে উপস্থিত এপেক্সিয়ানদের নিয়ে জেলা গভর্ণর-৪ এপেঃ মোঃ শাহেদুর রহমানের সভাপতিত্বে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Powered by Facebook Comments