ফাতেমা ধান
বিপুল মজুমদার
ফকিরহাটে সৃষ্ট
হাজার দানায় পুষ্ট
একটি শীষের ধান
দেখতে যদি চান
মাসকাটাতে যান
হেক্টর প্রতি ফলন
দশ থেকে বারো টন
বাড়লো খুশি ভরলো মন
নুতন জাতের উদ্ভাবন
খাদ্য সংকট নিরসন
দেশ পেলো অর্থ-ধন।
ফাতেমা ধান এক কেজি
হাজার টাকায় নিতে রাজি
দুর থেকে জনে জনে
কত ধান নিচ্ছে কিনে
স্বপ্ন পুরন হলো এবার
অভাব গেল দুরপরবার
অল্প জায়গা অল্প জমি
যেমন ফলন তেমন দামী
চাষ করতে ফাতেমা ধান
saaoদের নিকট যান
পুরন হবে মনের আশা
বাড়বে প্রেম,ভালোবাসা।
লেখকঃ বিপুল মজুমদার
উপসহকারী কৃষি অফিসার
বাগেরহাট, খুলনা।
সংগ্রহেঃ রাসেল মাহবুব
Powered by Facebook Comments