চাচা কাহিনী’র নাম শুনেনি এরকম লোক মনে হয় খুঁজে পাওয়া যাবেনা, আমি স্কুল লাইফে শুনেছিলাম আর ইউনিভার্সিটি এডমিশন টেস্টের প্রস্তুতির সময় এই রকম অনেক বইয়ের নাম ঝাড়া মুখস্ত করেছিলাম বটে কিন্তু ১টা গল্প ছাড়া পুরো বই আর পড়া হয়ে উঠেনি, আজ পড়ে শেষ করলাম !
বাংলা সাহিত্যের এক অসামান্য সৃষ্টি এই চাচা কাহিনী! তৎকালীন ভারতবর্ষ থেকে ইউরোপের জার্মানীতে এক বিজ্ঞ বাঙ্গালি চাচার জীবনের কিছু কাহিনী নিয়ে এই বইয়ের নামকরণ। সৈয়দ মুজতবা আলী’র প্রধানতম গল্পগ্রন্থ! ঘটনাগুলো আজ থেকে ১০০ বছর আগের, অথচ কত জীবন্ত, কত শিক্ষনীয় আর কত দরকারী
১১ টি ভিন্ন ভিন্ন গল্পের সমাহার এই চাচা কাহিনী। এর মাঝে ৫ টি চাচার জীবনের অভিজ্ঞতা! স্বয়ংবরা, কর্নেল, মা-জননী, তীর্থহীনা, বেলতলাতে দু-দু’বার! প্রত্যেকটি গল্প থেকে অনেক কিছু শিখার আছে! এর মাঝে আমাকে সবচেয়ে বেশি টাচ করেছে “কর্নেল”!
চাচার ৫টি গল্প শেষ!
এবার প্রিয় লেখক সৈয়দ মুজতবা আলী’র নিজের ৬ টি অভিজ্ঞতা নিয়ে বাকি ৬টি গল্প! কাফে-দে-জেনি, বিধবা-বিবাহ, রাক্ষসী, পাদটীকা, পুনশ্চ, বেঁচে থাকো সর্দিকাশি!
এর মাঝে পাদটীকাটা স্কুল বা কলেজ কোথাও পাঠ্য ছিল! এক পন্ডিত মশায়ের কাহিনী নিয়ে এই গল্প! মনে কি পড়ে?
লাট সাহেবের ৩ ঠ্যাঙ ওয়ালা কুত্তার পেছনে মাসে খরচ ৭৫ টাকা অথচ ৮ সদস্যের সংসার চালানোর জন্য
পন্ডিত সাহেবের মাসিক বেতন ২৫ টাকা!….
কাফে-দে-জেনি – লেখকের প্যারিস অভিজ্ঞতা!
রাক্ষসী – ভারতের পার্সিদের জীবন নিয়ে লেখা! এটা না পড়লে আমি জানতামইনা পার্সিদের মৃত্যুর পর কিভাবে লাশ সৎকার করে! বড়ই ভয় জাগানিয়া! টাওয়ার অব সাইলেন্স-এ লাশ ফেলে আসে, শকুনরা এসে ২/৩ মিনিটে লাশ ছিড়ে খেয়ে ফেলে!
বিধবা-বিবাহ সিংহ এর কাহিনী নিয়ে লেখা! ভারতের হিন্দু সমাজের বিধবা বিবাহ প্রচলন করা নিয়ে ধারনা দিবে!
পুনশ্চ- প্যারিসের অভিজ্ঞতা, পড়লে আপনারও অভিজ্ঞতা হবে। প্যারিস ছাড়াও যে কোন জায়গায় সতর্ক হবেন এবং কাজে লাগবে!
বেঁচে থেকো সর্দিকাশি- লেখকের আর এক ডাক্তারের সর্দি কাশির অভিজ্ঞতা নিয়ে লেখা! শেষে ডাক্তারের প্রেমের সফল সমাপ্তি!
বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত ১১৬ পৃষ্ঠার বই
চাচা কাহিনী’র মূল্য ২০০ টাকা।
অবশ্যই সুখপাঠ্য মজার এই চাচা কাহিনী
আপনাকে নিশ্চয়ই সমৃদ্ধ করবে
Powered by Facebook Comments