।।এমরান নয়ন।।
অনেকেই অনেক পরিশ্রম ও শখ করে বিভিন্ন ধরণের শীতকালীন শাক সবজি লাগিয়েছেন।
কিন্তু এই দুই দিনের অসময়ের বৃষ্টির কারণে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই বৃষ্টির ফলে মাটিতে অতিরিক্ত রস জমা হয়েছে যা গাছের জন্য ক্ষতিকর।এবং অতিরিক্ত ভেজা মাটিতে ছত্রাকের আক্রমন হবার সম্ভাবনা থাকে।
এতে করে গোড়া পঁচা, ঢলে পড়া সহ নানাবিধ সমস্যা দেখা দিতে পারে।
♦ মাটির রস কমানোর জন্য মাটি আলগা করে ছাই মিশিয়ে দেয়া যেতে পারে এবং সামান্য ইউরিয়া ও পটাশ সার প্রয়োগ করা যেতে পারে।
♦ বৃষ্টির পর পর আগাছা দ্রুত বৃদ্ধি পাবে বলে আগাছা দমন করতে হবে।
♦ লতা জাতীয় সবজির (করলা, চিচিঙ্গা) পাতা খেকো লেদা পোকার আক্রমন বাড়তে পারে। রসুন পেস্ট করে ডিটারজেন্ট মিস্রিত পানি স্প্রে করতে পারেন।
♦ এ সময় বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা এবং কুমড়া জাতীয় সবজির মাছি পোকার আক্রমন বেড়ে যেতে পারে। তাই এখনই আক্রান্ত অংশ সংগ্রহ পূর্বক ধ্বংস করতে হবে। ফেরোমেন ফাঁদ স্থাপন করে নিয়মিত এর পানি, ডিটারজেন্ট ও প্রয়োজনে ফাঁদ পরিবর্তন করুন।
♦ অতি বৃষ্টিতে মরিচের গোড়া পচা ও অ্যানথ্রাকনোজ রোগের আক্রমণ বেড়ে যেতে পারে। আক্রান্ত জমিতে প্রয়োজনে ডায়াথেন এম৪৫, প্রতি লিটারে ২ গ্রাম অথবা রোভরাল ৫০ পাউডার বা টুইন ১ গ্রাম পরিমান প্রতি লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২ বার স্প্রে করুন। এছাড়া অন্যান অনুমোদিত বালাইনাশক/ছত্রাকনাশক ব্যবহার করতে হবে।
লাগানো শাক সবজির নিবিড় পরিচর্যা করুন, সজাগ দৃষ্টি রাখুন।
Powered by Facebook Comments