চ্যাম্পিয়নস লিগে রাজা হতে চেয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সে জন্য রীতিমতো ব্যাংক ভেঙেছিল ফরাসি এই ক্লাব। নেইমারকে কিনতেই ২ হাজার ১০৬ কোটি টাকা খরচ করেছিল তারা। এসবই জানা কথা। কিন্তু পিএসজির রাজা হওয়ার স্বপ্ন আর পূরণ হলো কই! গতকাল মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে ২-১ গোলে রিয়ালের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় তারা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগে ১২ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ। প্রমাণিত হলো চ্যাম্পিয়নস লিগে রিয়ালই সেরা, রিয়ালই রাজা। আর টানা ৮ ম্যাচে ১২ গোল করে রোনালদোও প্রমাণ করলেন, তিনিই রিয়ালের রাজা।
প্রথমার্ধে গোলের জন্য মরিয়া হয়েছিল দুই দলই। তবে গোল পায়নি কেউই। দ্বিতীয়ার্ধে পিএসজি–সমর্থকদের আতশবাজির ধোঁয়ায় ছেয়ে যায় পুরো পার্ক ডেস প্রিন্সেস। ধোঁয়াচ্ছন্ন মাঠে দানি আলভেজের কাছ থেকে বল কেড়ে নিয়ে পিএসজির রক্ষণভাগের দিকে ধেয়ে যান মার্কো এসেনসিও। বক্সের কাছে এসে বল ঠেলে দেন সতীর্থ ভাসকেজকে। ঠিক তখন ক্ষণিকের জন্য নিজেকে একা করে নেন রোনালদো। সেটা নজর এড়ায়নি ভাসকেজেরও। মুহূর্তেই তাঁর ক্রসে পাঠানো বলে মাথা ছুঁইয়ে দেন পুর্তগিজ সেনা। কে জানত, পিএসজি–সমর্থকদের আতশবাজির ধোঁয়া রূপ নেবে হতাশার কুয়াশায়!
Powered by Facebook Comments