এমরান নয়ন
রোগের কারণ : ভাইরাস
ফসল: টমেটো, মরিচ,লাউ, বাঙ্গি, বরবটি প্রভৃতি
যেভাবে ছড়ায়: সাদা মাছি এ রোগ ছড়ায়
প্রধান ক্ষতির লক্ষণ: এ আক্রান্ত গাছ খর্বাকৃতি হয় । পাতার গায়ে টেউয়ের মত ভাজের সৃষ্টি হয়, কুঁচকে যায় । বয়স্ক পাতা পুরু ও মচমচে হয়ে যায় । অতিরিক্ত শাখা প্রশাখা বের হয় ও ফুল ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে ।
দমন ব্যবস্থা: ১. আক্রান্ত গাছের অংশ সংগ্রহ করে নষ্ট করা ।
২. বাহক পোকা দমনে জৈব কীটনাশক নিমবিসিডিন ১ মিলি /প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা ।
অথবা
৩. ডায়ামেথেয়ট, এসাটাফ, এডমেয়ার, টিডো, ইত্যাদি যে কোন একটি ১ মিলি /লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা) ।
৪. সাদা মাছি দমনে জৈবিক পদ্ধতি ইউলো ট্র্যাপ ইউজ করা।
প্রতিরোধ ব্যবস্থা: রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে: বাড়ন্ত পর্যায়
তথ্যসূত্র: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর।
Powered by Facebook Comments