লাউ জাতীয় সবজিতে ডাউনিমিলডিউ অন্যতম ক্ষতিকারক রোগ। Pseudoperonospora cubensis নাম ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে।
লক্ষণঃ এ রোগে প্রথমে পাতায় হলুদ ছোট ছোট দাগ পড়ে যা আস্তে আস্তে বড় হয়ে পুরো পাতা হলুদ হয়ে যায়। এক সময় পাতাটি শুকিয়ে মারা যায়। এ রোগ হলে পাতার নীচে ভেজা ছোপ ছোপ দাগ দেখা যায়।
পাতা উল্টো দিকে দাগ লক্ষনীয় মাত্রায় পরিলক্ষিত হয়। এ রোগ হলে সহজে ভালো হওয়ার সম্ভাবনা থাকে না। এ রোগ তীব্র হলে খুব দ্রুত গাছ মরে যায়। তাই প্রথম থেকেই চিকিৎসা করতে হয়।
প্রতিকারঃ রোগ লক্ষ্য করা মাত্রই পাতাটি সাবধানে অপসারণ করতে হবে। পানির মাধ্যমে জীবাণূ দ্রুত ছড়ায়। তাই রোগাক্রান্ত গাছে পানি স্প্রে করলে রোগ দ্রুত ছড়াতে পারে তাই পানি স্প্রে হতে বিরত থাকতে হবে।
রাসায়নিক দমন ব্যবস্থাঃ এই রোগের প্রতিকারের জন্য রাসায়নিক দমন হিসেবে মেনকোজেব (৫০) + ফেনামিডন (১০%) গ্রুপের সিকিউর ৬০০ wg অথবা মেনকোজেব (৬৪%) + মেটালেক্সিল (৮%) গ্রুপের পুটামিল ৭২ wp অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের গোল্ডটন ৫০ wp অথবা বেনালেক্সিল (৮%) + মেনকোজেব (৬৪%) গ্রুপের গেলবেন এম ছত্রাকনাশকের যে কোন একটি ব্যবহার করতে পারেন।
প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করতে হবে।
Powered by Facebook Comments