রোটা.এম.ইউ.সেলিমঃ
গতকাল মঙ্গলবার নবগঠিত লালমাই উপজেলার জগতপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্তৃক রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত ভূট্টা ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বর্তমান কৃষি বান্ধব সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড ও ভূট্টা চাষাবাদের কারিগরি দিক নিয়ে আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ পরিচালক কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোঃ মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে উক্ত মাঠদিবস ও কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ভূট্টা চাষে উদ্বুদ্ধকরণ মূলক বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত উপ পরিচালক (শস্য সংরক্ষণ) কৃষিবিদ জনাব আইউব মাহমুদ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ শামছুদ্দিন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জনাব মামুনুর রশিদ। স্থানীয় উপসহকারী কৃষি অফিসার জনাব জিয়াউল করিমের সঞ্চলনায় এতে আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার ফজলুল হক, আবু তাহের, মফিজুর রহমান, সুমনা আক্তার স্মৃতি, জহিরুল কাইয়ুম স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার প্রায় দেড় শতাধিক কৃষক।
উল্লেখ্য, উচ্চমূল্যের ফসল চাষাবাদে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রাজস্বখাতের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলায় ভূট্টা, মুগডাল, বিটি বেগুন সহ বিভিন্ন ফসলের প্রর্দশনী অত্যন্ত ফলপ্রসু এবং সফলভাবে বাস্তবায়ন করে।
Powered by Facebook Comments