সাতক্ষীরায় ট্রাক্টর উল্টে সাতক্ষীরা সদর উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন (৩৮) নিহত হয়েছেন। নিহত সোহরাব হোসেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের আবুল খায়েরের ছেলে।
স্থানীয় ডা. আসাদুল হক জানান, শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা কোনা নামক স্থানে জমি চাষ শেষে বেড়িবাঁধে উঠার সময় ট্রাক্টর উল্টে তার বুকের উপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহত সোহরাব হোসেনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Powered by Facebook Comments