ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ সিলেট জেলা ও অঞ্চল শাখা সিলেট এর পক্ষ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আলতাবুর রহমান বদলী জনিত কারনে উপপরিচালক, ডিএই’র প্রশিক্ষণ হলে বিকাল ৫.০০ টায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. এমরান আহমদের সঞ্চালনায় ও ডিকেআইবি সিলেট অঞ্চল শাখার সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট জেলার উপপরিচালক মো. আবুল হাসেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি বাবু নারায়ন চন্দ্র নাথ, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মো. ইউছুফ আলী।
এসময় সিলেট অঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত ডিপ্লোমা কৃষিবিদ নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। বিদায়ী অতিথি অতিরিক্ত পরিচালক মোঃ আলতাবুর রহমান তার বিদায়ী বক্তব্যে সিলেটে চাকুরীকালীন স্মৃতিচারণ করেন ভবিষ্যতেও সিলেটের জন্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
Powered by Facebook Comments