সুপ্রিম সীড কোম্পানির কতৃক আয়োজিত ডিলার ভেইজ রিটেইলার মিটিং হোটেল গার্ডেন ইন, সিলেটে ২২ সেপ্টেম্বর ২০১৮ অনুষ্ঠিত হয়।
টেরিটোরি ম্যানেজার মোঃ ফজলুল করিম রাসেলের উপস্থাপনায় আজাদ বীজ ঘরের স্বত্ত্বাধিকারী বদরুল ইসলাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম সীড কোম্পানির পরিচালক মোঃ মাহতাব উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি অফিসার এ. কে. আজাদ ফাহিম।
এরপর ধারাবাহিকভাবে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে আগত ডিলার ও রিটেইলারগণ তাদের বক্তব্য এবং অনুভূতি প্রকাশ করেন।
রিটেইলাররা তাদের স্ব স্ব বক্তব্যে সুপ্রিম সীডের বীজের প্রশংসা করেন। তারা মনে করেন যে, সুপ্রিম সীড তথা হীরা বীজ ব্যবহার করে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন। তারা সুপ্রিম সীডের সকল বীজের মান ভবিষ্যতেও ধরে রাখার পাশাপাশি আরো উন্নতির আশাবাদ ব্যক্ত করেন।
কোম্পানির পরিচালক মোঃ মাহতাব উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, সুপ্রিম সীড দীর্ঘ চার দশক যাবত কৃষকের আস্থা অর্জন করে বাংলাদেশে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও কৃষকের আস্থা বজায় রেখেই কাজ করে যাবে ইন শা আল্লাহ। সুপ্রিম সীড সবসময় মানের ব্যাপারে আপোষহীন।
কৃষকের স্বার্থ যেমন রাখে তেমনি একজন ব্যবসায়ী স্বার্থও অবশ্য সংরক্ষণ করে। সুপ্রিম সীড জলবায়ু পরিবর্তনসহ আগামির কৃষির চ্যালেঞ্জ মোকাবিলা করে যুগোপযোগী করে কৃষিকে এগিয়ে নিতে কাজ করতে চায়। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মাঝে এক লটারি ড্রয়ের আয়োজন করা হয় এবং লটারি বিজয়ী ৮ জনকে পুরস্কৃত করা হয়।
Powered by Facebook Comments